অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলো পুলিশ

8th August 2021 12:33 pm বাঁকুড়া
অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলো পুলিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বড়োসড়ো সাফল্য বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানার পুলিশের , কোতুলপুরের জয়রামবাটি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাশির সিরাপ! অসৎ উদ্দেশ্যেই এগুলি জমা করা হয়েছিল, অনুমান পুলিশের!

পুলিশি তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ কাশির সিরাপ। ঘটনা এবার কোতুলপুরে। জানা গেছে গতরাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, কোতুলপুর থানার জয়রামবাটি এলাকায় কয়েকজন ব্যক্তি বিপুলসংখ্যক কোডেইন ফসফেট যুক্ত ফেনসিডিল নামক কাশির সিরাপ জমা করেছে অসৎ উদ্দেশ্যে সেগুলিকে হস্তান্তর করার উদ্দেশ্যে। এরপরেই তড়িঘড়ি পুলিশ অভিযান চালায় জয়রামবাটি এলাকায় এবং উদ্ধার করে প্রায় ৫৮৫০ টির মতো ফেনসিডিল কাশির সিরাপের বোতল। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে থানায় আনা হয়েছে এবং এগুলির বাজার দাম প্রায় ১০ লক্ষ টাকা। পুলিশের অনুমান এগুলি অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য জমা করা হয়েছিল। তবে সঠিক উদ্দেশ্য জানা যায়নি। পাশাপাশি, এখনো অব্দি কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।